বাসস দেশ-৬ : আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে ডিএনসিসি মেয়র

166

বাসস দেশ-৬
হজ-ক্যাম্প-পরিদর্শন
আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে ডিএনসিসি মেয়র
ঢাকা, ৫ জুলাই, ২০১৯ (বাসস) : রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার বেলা পৌনে ১টায় হজ ক্যাম্পে পরিদর্শনে আসেন মেয়র। এসময় আশকোনা হজ ক্যাম্পের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে হজযাত্রী পরিবহন শুরু হয়েছে।
হজ ক্যাম্পের যাত্রী ও কর্মকর্তাদের সাথে আলাপকালে তারা বাসস’কে জানান, নিরাপত্তাজনিত কারণে শুক্রবার সকাল থেকে হজ যাত্রীর আত্মীয়-স্বজনদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। শুধুমাত্র হজযাত্রীকে একা ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পে হজযাত্রীদের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা রোভার স্কাউটস ও পুলিশ সদস্যরা শুধু হজযাত্রীকে প্রবেশ করতে দিচ্ছেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৬২৬/কেকে