বর্তমান সরকারের সময়ে তিন পার্বত্য জেলার যোগাযোগ সহজ হয়েছে : বীর বাহাদুর

210

বান্দরবান, ৪ জুলাই, ২০১৯ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মানের ফলে দুর্গম পার্বত্য এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আজ সারাদেশের ন্যায় পার্বত্য এলাকায়ও স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।
বান্দরবান সদর উপজেলার ছাউপাড়া ও চেমী ডলু পাড়ার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী বলেন পার্বত্য তিন জেলার উন্নয়নে কাজ করছে বর্তমান আওয়ামীলীগ সরকার। পার্বত্য জেলার সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জনসাধারণের কাছে সরকারের বিভিন্ন সেবা পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
অতিরিক্ত েেজলা প্রশাসক মোঃ শামীম হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মোঃ আবদুল আজিজ, নিবাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য ¤্রাসা খেয়াং, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মার্মা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হচ্ছে অসংখ্য রাস্তাঘাট, সেতু ও কালভার্ট। পার্বত্য জেলায় শিক্ষার বিস্তারের জন্য প্রতিষ্ঠা করা হচ্ছে বিভিন্ন বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ নানা অবকাঠামো।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রায় ৩.৮৯ কোটি টাকা ব্যয়ে ছাউপাড়ায় শিলক খালের উপর সংযোগ সড়ক সহ আরসিসি গার্ডার ব্রীজ, ৩০ লক্ষ টাকা ব্যয়ে চেমী ডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের দোকানঘর, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে চেমী ডলু পাড়া বৌদ্ধ বিহারের ছাত্রাবাস ভবন নির্মান করছে।