বাসস ক্রীড়া-১০ : ভাল অবস্থান নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চায় পাকিস্তান

165

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বিশ্বকাপ-বাংলাদেশ-পাকিস্তান
ভাল অবস্থান নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চায় পাকিস্তান
লন্ডন, ৪ জুলাই ২০১৯ (বাসস): নিউজিল্যান্ডকে টপকে শেষ চারে জায়গা পেতে হলে আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যাবধানে জয়লাভ করতে হবে পাকিস্তানকে। যেটি তাদের জন্য বলতে গেলে প্রায় অকল্পনীয় ব্যাপার হবে। তাই আপাতত ম্যাচটিতে জয় নিয়ে একটি ভাল অবস্থানে থেকেই বিশ্বকাপ মিশন শেষ করতে চায় সবুজ জার্সির দলটি।
পাকিস্তানী অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন,‘ ভারতের কাছে পরাজিত হবার পরই আমরা দলীয় বৈঠকে করণীয় ঠিক করি। যেটি আমাদেরকে বেশ ভালবাবেই এগিয়ে দিয়েছিল। আমরা চেয়েছিলাম একই ভুলের যেন পুনরাবৃত্তি না হয়। বিগত কয়েকটি ম্যাচে আমরা তা করেছি। আসন্ন ম্যাচেও আমরা সেই ধারা ধরে রাখতে চাই।’
কালকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের বিপক্ষে নিজেদের পরিকল্পনার কথাও জানিয়েছেন পাক অধিনায়ক। বলেন,‘ বাংলাদেশের ব্যাটিং বিভাগ বেশ ভাল করছে। তবে আমাদের মানসম্পন্ন বোলার রয়েছে। যারা তাদেরকে চাপে রাখবে।’
গোটা টুর্নামেন্টে দারুন সমর্থনের জন্য পাকিস্তানী সমর্থকদেরও ধন্যবাদ জানান পাকিস্তানী অধিনায়ক। তিনি বলেন,‘ আমি সমর্থ্যকদের ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের খেলা দেখতে মাঠে এসেছেন এবং সমর্থন জুগিয়েছেন। আশা করি আগামীতেও তারা এভাবে আমাদের সমর্থন করবেন।’
এদিকে পাকিস্তানের তরুন পেসার শাহিন শাহ আফ্রিদিও বল হাতে টাইগারদের সামনে আরেকটি ভাল পারফর্মেন্স করার অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন,‘ আমি পাকিস্তানের জয়ে ভূমিকা রাখতে চাই। আশা করি বাংলাদেশের বিপক্ষের ম্যাচে আমরা ভাল করতে পারব। আগেও আমি বাংলাদেশের বিপক্ষে খেলেছি। আমি চাই তামিম ইকবাল ও সাকিব আল হাসানের উইকেট নিতে।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের বাঁহাতি পেসার ওহাব রিয়াজ। তিনি বলেন,‘ সেমি-ফাইনালে উন্নীত হবার জন্য আমরা সর্বোচ্চ চেস্টা করব। শেষ কয়েকটি ম্যাচে আমরা ভাল খেলেছি। এখন সেরাটা দিয়েই বিশ্বকাপ মিশনের ইতি ঘটাতে চাই। নিজেদের এবং দেশের জন্যই এটি করতে চাই।’
গ্রুপ পর্বে এখন পাকিস্তানের সংগ্রহ ৯ পয়েন্ট। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোন ম্যাচে জয় পেলে একটি দল ২ পয়েন্ট লাভ করবে। তবে বৃস্টিতে ধুয়ে গেলে কিংবা টাই হলে একটি করে পয়েন্ট পাবে প্রতিদ্বন্দ্বি দল দুটি। যদি কোন দুটি দলের পয়েন্ট সমান হয়, তাহলে যে দল বেশী ম্যাচ জিতেছে তাদের এগিয়ে রাখা হবে। যদি সেক্ষেত্রে দল দুটির অবস্থান সমান হয়, তাহলে নেট রান রেটে যে দল এগিয়ে থাকবে তারাই এগিয়ে যাবে। তাতেও কাজ না হলে টাইব্রেকারের মাধ্যমে সমস্যার সমাধান হবে।
এদিকে নেট রান রেটে নিউজিল্যান্ডকে হটিয়ে সেমি-ফাইনালে খেলতে হলে বর্তমান পরিস্থিতিতে প্রথমে ব্যাটিং পেলে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে করতে হবে ৪০০ রান। জবাবে ৮৪ রানেই আউট করতে হবে টাইগারদের। অথবা ৩৫০ রান করে বাংলাদেশকে অলআউট করতে হবে ৩৮ রানে।
আর বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং পায় তাহলে পাকিস্তানের সেমি-ফাইনালে কোয়ালিফাই হবার কোন সুযোগই থাকছে না।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮৪০/স্বব