বাসস দেশ-১৫ : এরশাদের রোগমুক্তি কামনায় আগামীকাল সারা দেশে প্রার্থনার আহবান জানিয়েছে জাতীয় পার্টি

180

বাসস দেশ-১৫
এরশাদ- রোগমুক্তি-প্রার্থনা
এরশাদের রোগমুক্তি কামনায় আগামীকাল সারা দেশে প্রার্থনার আহবান জানিয়েছে জাতীয় পার্টি
ঢাকা, ৪ জুলাই, ২০১৯ (বাসস) : সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আশু রোগমুক্তি কামনায় আগামীকাল সারা দেশের উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এক বিবৃতিতে আগামীকাল শুক্রবার সারাদেশে মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করার জন্য পার্টির সকল পর্যায়ের নেতা কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।
গোলাম মোহাম্মদ কাদের দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়েনের সকল মসজিদে বাদ জুম্মা এরশাদের রোগমুক্তির জন্য দোয়া এবং মন্দির, গীর্জা ও প্যাগোডায় সুবিধামত সময়ে প্রার্থনা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতীয় পার্টি এবং পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি এই প্রার্থনা সভা আয়োজনের জন্য পার্টির কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে।
বাসস/সবি/এমএন/১৭৫৫//এএএ