বাসস বিদেশ-৫ : প্রেসিডেন্টের ন্যাশনাল গার্ড পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে মেক্সিকো পুলিশ

154

বাসস বিদেশ-৫
মেক্সিকো-পুলিশ-প্রতিবাদ-রাজনীতি
প্রেসিডেন্টের ন্যাশনাল গার্ড পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে মেক্সিকো পুলিশ
মেক্সিকো সিটি, ৪ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক): মেক্সিকোর প্রেসিডেন্ট আন্ড্রেস মানুয়েল লোপেজ অর্বাদরের নতুন ন্যাশনাল গার্ডে ফেডারেল পুলিশকে একীভূত করার পরিকল্পনার প্রতিবাদ জানাতে বুধবার শত শত ফেডারেল পুলিশ মেক্সিকো সিটির বিভিন্ন সড়ক অবরোধ করে। খবর এএফপি’র।
মেক্সিকোর বামপন্থী এ নেতা মাদক পাচার সংক্রান্ত অপরাধ দমনের এবং পুলিশ বাহিনীর দীর্ঘদিনের দুর্নীতির লাগাম টেনে ধরার লক্ষ্যে নতুন ওই নিরাপত্তা বাহিনী গঠন করছেন।
তবে ফেডারেল পুলিশ কর্মকর্তারা তাদের বেতন-ভাতা কমানোর পরিকল্পনা করায় সরকারকে দোষারোপ করে বলেন, প্রেসিডেন্ট তাদেরকে সামরিক কমান্ডের আওতায় নিয়ে সংবিধান লঙ্ঘন করছেন।
প্রেসিডেন্টের এমন পরিকল্পনার প্রতিবাদ জানাতে ভোরেই নগরীর কমান্ড সেন্টারের বাইরে শত শত বিক্ষুব্ধ পুলিশ জড়ো হয়। এক পর্যায়ে তারা নগরীর প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় এবং স্বল্প সময়ের জন্য একটি টোল প্লাজা দখল করে নেয়।
তারা দেশব্যাপী হরতালসহ বৃহস্পতিবার প্রতিবাদ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
বাসস/এমএজেড/১৫৫৫/জুনা