বাসস বিদেশ-২ : গুয়াতেমালা সীমান্তে ‘স্থায়ী সৈন্য মোতায়েন’ শুরু করেছে মেক্সিকো

217

বাসস বিদেশ-২
মেক্সিকো-যুক্তরাষ্ট্র-রাজনীতি
গুয়াতেমালা সীমান্তে ‘স্থায়ী সৈন্য মোতায়েন’ শুরু করেছে মেক্সিকো
ট্যাপাচুলা ( মেক্সিকো), ৪ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক): মেক্সিকো সরকার সীমান্ত পথে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে গুয়াতেমালার সাথে তাদের লাগোয়া সীমান্তের নদী বরাবর ফেডারলে বাহিনীর ‘স্থায়ী মোতায়েন’ বুধবার শুরু করেছে। সিনিয়র এক কর্মকর্তা একথা জানান। কবর এএফপি’র।
জেনারেল ভিসেন্ট অ্যান্টোনিও হার্নান্দেজ সাংবাদিকদের বলেন, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে ৬১ জন অভিবাসী প্রবেশ করায় সুচিয়াট রিভার বরাবর দেশের জাতীয় গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ওই জেনারেল আরো জানান, গত মে মাস থেকে ২০ হাজার ৪শ’ অভিবাসীকে সংঘবদ্ধ অপরাধীর হাত থেকে ‘উদ্ধার’ করা হয়েছে এবং মানব পাচারে জড়িত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত ক্রসিংয়ে মধ্য আমেরিকান অভিবাসীদের ঢল ঠেকাতে মেক্সিকো আরো জোরদার পদক্ষেপ না নিলে দেশটির সব ধরনের পণ্যের ওপর শুল্ক আরোপের ব্যাপারে ট্রাম্প মে মাসে হুমকি দেন।
উত্তেজনাপূর্ণ আলোচনার এক সপ্তাহ পর উভয় পক্ষ একটি চুক্তির ঘোষণা দেয়। এই চুক্তির আওতায় মেক্সিকো তাদের সীমান্ত নিরাপত্তায় হাজার হাজার ন্যাশনাল গার্ডসম্যান পাঠানোর ব্যাপারে সম্মত হয়।
বাসস/এমএজেড/এমএবি