বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করলেন কোহলি

335

বার্মিংহাম, ৩ জুলাই, ২০১৯ (বাসস) : ভারতের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে বাংলাদেশের। লিগ পর্ব থেকেই এবারের আসর শেষ করতে হচ্ছে টাইগারদের। তারপরও বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ দলের পারফরমেন্সের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
গতকাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, ‘বাংলাদেশ পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই করার মানসিকতা দেখিয়েছে তারা। এমন লড়াই করার মানসিকতার জন্য তাদের বিশেষ কৃতিত্ব দেয়া উচিত। সেমিফাইনালে খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে তারা।’
বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য অনেক বেশি লড়াই করতে হয়েছে বলেও জানান কোহলি, ‘বাংলাদেশ ভালো খেলায় জয়ের জন্য আমাদেরকে লড়াই করতে হয়েছে। তবে জয় পাওয়ায় আমরা খুশি। আমরা সবচেয়ে বেশি খুশি সেমিফাইনালে উঠতে পেরে’।
বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ের নায়ক ওপেনার রোহিত শর্মা। ৯ রানে জীবন পেয়ে ৯২ বলে ১০৪ রানের দারুন ইনিংস খেলেন তিনি। তাই রোহিতের প্রশংসা করতে ভুল করেননি কোহলি, ‘আমি অনেক বছর ধরেই তার এমন ব্যাটিং দেখে আসছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার মতে ওয়ানডে ক্রিকেটের সেরা খেলোয়াড় রোহিতই।’