বাসস দেশ-২৬ : চলমান মেগা প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করবেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা

195

বাসস দেশ-২৬
স্থায়ী কমিটি – বৈঠক
চলমান মেগা প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করবেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা
ঢাকা, ৩ জুলাই, ২০১৯ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা চলমান মেগা প্রকল্পগুলোর কাজের আগ্রগতি দেখতে সংশ্লিষ্ট প্রকল্প সরেজমিনে পরিদর্শন করবেন।
আজ জাতীয় সংসদ ভবনে অুষ্ঠিত এ কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র এটি ছিল চতুর্থ বৈঠক।
কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, এস, এম জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং বেগম নার্গিস রহমান অংশগ্রহণ করেন।
এ কমিটি গ্রাহকদের ভোগান্তি লাঘবে অনিয়মে জড়িত সংশি¬ষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মনিটরিং সেল গঠন করারও সুপারিশ করে।
বৈঠকে পিডিবি ও আরইবি’র সিস্টেম লস আরো কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরমর্শ দেয়া হয়।
বৈঠকে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/জেডআরএম/১৯৩০/কেজিএ