বাসস ক্রীড়া-১৩ : বিশ্বকাপের মঞ্চে বিশ্বরেকর্ড সাকিব-মুশফিক-তামিমের

153

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বাংলাদেশ
বিশ্বকাপের মঞ্চে বিশ্বরেকর্ড সাকিব-মুশফিক-তামিমের
বার্মিংহাম, ৩ জুলাই, ২০১৯ (বাসস) : বিশ্বকাপের মঞ্চে টানা ম্যাচ খেলার দিক দিয়ে অনন্য এক বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের ত্রিরতœ সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-তামিম ইকবাল। গতকাল বার্মিংহামে ভারতের বিপক্ষে একত্রে খেলতে নেমেই বিশ্বকাপের ইতিহাসে টানা ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়লেন সাকিব-মুশফিক-তামিম। ২০০৭ সালের বিশ্বকাপ থেকে একত্রেই খেলছেন সাকিব-মুশফিক-তামিম। এখন অবধি (গতকাল ভারতের বিপক্ষে ম্যাচ পর্যন্ত) একত্রে ২৮টি ম্যাচ খেলেছেন তারা। বিশ্বকাপের মঞ্চে একত্রে সবচেয়ে বেশি ম্যাচ খেলার দিক দিয়ে এখন সবার উপরে সাকিব-মুশফিক-তামিম।
সাকিব-মুশফিক-তামিমের আগেএই রেকর্ডটি দখলে রেখেছিলেন শ্রীলংকার ক্রিকেটাররা। বিশ্বকাপের মঞ্চে টানা ২৭টি করে ম্যাচ খেলেছেন শ্রীলংকানরা। ১৯৯৬ সালের বিশ্বকাপ থেকে ২০০৭ পর্যন্ত টানা ২৭টি ম্যাচ একত্রে খেলেছেন সনাথ জয়সুরিয়া-মুত্তিয়া মুরালিধরন-চামিন্ডা ভাস।
এছাড়া ২০০৭ সালের বিশ্বকাপ থেকে ২০১৫ পর্যন্তও টানা ২৭টি ম্যাচ একত্রে খেলেছেন মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা-তিলকরতেœ দিলশান। তবে গতকাল শ্রীলংকার ক্রিকেটারদের এমন অনন্য রেকর্ড ভেঙ্গে ফেলেছেন বাংলাদেশের সাকিব-মুশফিক-তামিম।
বাসস/এএসজি/এএমটি/১৮৪৫/স্বব