বাসস দেশ-২ : বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ২১ মাঝি মাল্লা নিখোঁজ

163

বাসস দেশ-২
চট্টগ্রাম-ট্রলার ডুবি
বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ২১ মাঝি মাল্লা নিখোঁজ
চট্টগ্রাম, ১৯ জুন, ২০১৮ (বাসস) : বঙ্গোপসাগরের চট্টগ্রামের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের সোনারচরে ‘এফবি সূর্যমুখী’ নামের ফিশিং ট্রলার ডুবে ২১ মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে তারা নিখোঁজ হন।
নিখোঁজ সবাই বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট জলদাস পাড়া ও কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, ‘নিখোঁজ ফিশিং ট্রলারের খোঁজে সাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় যৌথভাবে আমাদের উদ্ধার কাজ চলছে।
পুলিশ, উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ড একযোগে নিখোঁজ মাঝিমাল্লাদের খোঁজ পেতে প্রয়োজনীয় সকল তৎপরতা চালিয়ে যাচ্ছে।’
নিখোঁজ ফিশিং ট্রলারের মালিক বাঁশখালীর বহদ্দারহাট জলদাস পাড়ার হরিধর জলদাস ট্রলার ডুবির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সপ্তাহখানেক আগে এসবি সূর্যমুখী নামে ফিশিং ট্রলার নিয়ে ২১ মাঝিমাল্লা গভীর সাগরে মাছ ধরতে যায়।
পরে সোনারচরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি। এতে ট্রলারে থাকা ২১ জন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুজির পরও এখনো তাদের পাওয়া যায়নি।
বাসস/ডিবি/এমএআর/১৪৫৫/কেকে