বাসস ক্রীড়া-১০ : জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চান মাশরাফি

137

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বাংলাদেশ-রোডস
জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চান মাশরাফি
বার্মিংহাম, ৩ জুলাই, ২০১৯ (বাসস) : গতকাল ছিলো বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন ভঙ্গের দিন। লিগ পর্বে এক ম্যাচ বাকী রেখেই চলমান বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব থেকে ছিটকে পড়লো টাইগাররা। বার্মিংহামে ভারতের কাছে ২৮ রান হার চলমান বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য পূরণকে ধুলিসাৎ করেছে। এ অবস্থাতেও লিগ পর্বে এখনো একটি ম্যাচ বাকী রয়েছে টাইগারদের। সেটি পাকিস্তানের বিপক্ষে। আগামী ৫ জুলাই, লর্ডসে। পাকিস্তানের বিপক্ষে ঐ ম্যাচ জিতে বিশ্বকাপ মিশন শেষ করতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গত ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘আমরা আমাদের সেরাটা দিয়েই খেলছি। আশা করছি শেষ ম্যাচে আমরা সাফল্য নিয়ে টুর্নামেন্টটা শেষ করতে পারব।’
ভারতের কাছে ম্যাচ হারের জন্য বড় জুটি হতে না পারাকে দুষছেন মাশরাফি, ‘টিকে থাকতে এই ম্যাচটা আমাদের জিততেই হতো। আমরা তা করতে পারিনি। জেতার জন্য ৮০ থেকে ৯০ রানের জুটি প্রয়োজন ছিল। কিন্তু তা হয়নি। বড় জুটি হলে ম্যাচের চিত্র পাল্টে যেত। আমাদের ভাগ্যের সহায় দরকার ছিলো।’
পুরো আসরে সাকিব-মুশফিক-মুস্তাফিজের পারফরমেন্সে খুশী মাশরাফি, ‘সাকিব দারুন ফর্মে আছে। মুশফিকও ভালো পারফরমেন্স করেছে। মুস্তাফিজ ভালো বোলিং করেছে। পুরো আসরেই ভালো করছে তারা।’
ব্যক্তিগত ৯ রানে রোহিতের ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। জীবন পেয়ে পরবর্তীতে সেঞ্চুরি করে ভারতকে বড় সংগ্রহ এনে দেন রোহিতই। রোহিত বক্তিগত ৯ রানে ফিরে গেলে হয়তো বড় স্কোর গড়তেও পারতো না ভারত। তাই ম্যাচ হারের জন্য সমালোচকরা তামিমকেই কাটগড়ায় দাড় করিয়েছেন। কিন্তু এখানে ভিন্ন চেহারায় বাংলাদেশ অধিনায়ক। তামিমকে কাঠ গড়ায় দাঁড় করাতে চান না তিনি, ‘রোহিতের ঐ ক্যাচ ড্রপটা অবশ্যই হতাশাজনক ছিল। তবে ক্রিকেট মাঠে এসব বিষয় হতেই পারে। আমরা এ কারণে তামিমের সমালোচনা করতে পারি না।’
বাসস/এএসজি/এএমটি/১৮০০/স্বব