দিনাজপুরের বোচাগঞ্জে ১৬ কি.মি. কাঁচা সড়কের উন্নয়ন কাজ শুরু

214

দিনাজপুর, ৩ জুলাই, ২০১৯ (বাসস): জেলার বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর থেকে বেলতলী পর্যন্ত ১৬ দশমিক ৩৫ কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরনের মাধ্যমে উন্নয়নকাজ আজ থেকে শুরু হয়েছে।
এ জন্য ব্যয় নির্ধারন করা হয়েছে নয়কোটি ১৮ লাখ টাকা।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে পাকাকরনের কাজ সম্পন্ন করে ওই সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
দিনাজপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান জানান, আজ বুধবার দুপুর ১২টায় জেলার বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর থেকে বেলতলী পর্যন্ত ১৬ দশমিক ৩৫ কিলোমিটার কাঁচা রাস্তা ৩টি ভাগে ভাগ করে নির্মান কাজ শুরু করা হয়।
তিনি জানান, বিগত অর্থবছরের জুন মাসের প্রথম সপ্তাহে দরপত্র আহ্বানের মাধ্যমে শর্তসাপেক্ষে তিনটি প্যাকেজে তিনজন ঠিকাদারকে রাস্তা নির্মান কাজ সম্পন্ন করতে নিয়োগ করা হয়।তাদেরকে টেকসই পদ্ধতি এবং মানসম্পন্ন কাজের মাধ্যমে নির্মানকাজ সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি জানান, প্রথম পর্যায়ে দুইমাসে সড়কের কাঁচা-নরম মাটি অপসারণ করে বালি ভরাট করা হবে। এরপর বালি ও ইটের খোয়া মিশিয়ে রোলিং করা হবে। এর দু’মাস পর সড়কের ভিত্তি মজবুত হলে এর উপর কার্পেটিংয়ের মাধ্যমে পাকাকরণের কাজ সম্পন্ন করা হবে। এছাড়াও ১৬ দশমিক ৩৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কে ৮টি কালভার্ট নির্মান করা হবে। রাস্তা ও কালভার্ট নির্মানের কাজ একসাথে চলবে।