বাসস ক্রীড়া-৯ : আহত ভক্তকে অটোগ্রাফসহ টুপি উপহার দিলেন শর্মা

157

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বিশ্বকাপ-ভারত-ভাংলাদেশ
আহত ভক্তকে অটোগ্রাফসহ টুপি উপহার দিলেন শর্মা
বার্মিংহ্যাম (ইউকে), ৩ জুলাই, ২০১৯ (বাসস/এএফপি): মঙ্গলবার আহত ভক্তকে নিজের অটোগ্রাফ সম্বলিত একটি টুপি উপহার দিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তার একটি ছক্কা হাকানো বলের আঘাতে আহত হয়েছিলেন গ্যালারিতে থাকা ওই তরুণী।
শর্মার সেঞ্চুরিতে(১০৪ রানের) ভর করে ওই ম্যাচে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে ভারত। এটি ছিল টুর্নামেন্টে ম্যাচ সেরা রোহিত শর্মার চতুর্থ সেঞ্চুরি। এই জয়ের ফলে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। আর এক ম্যাচ বাকী থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ।
ম্যাচে ৯২ বলে সেঞ্চুরি হাকানো শর্মা ৭টি চারের সঙ্গে ছয় হাকিয়েছেন ৫টি। সেই ছয়েরই একটি বলে আছড়ে পড়েছিল ভারতীয় সমর্থকদের উপর। যে বলের আঘাতে দুর্ভাগ্যজনকভাবে আহত হয়েছেন মিনা নামের তরুণীটি। ম্যাচ শেষে মিনাকে অটোগ্রাফ সম্বলিত হলুদ টুপি উপহার দেন শর্মা।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৪৫ /স্বব