বাসস প্রধানমন্ত্রী-২ : রথযাত্রা সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে ভূমিকা রাখবে : প্রধানমন্ত্রী

149

বাসস প্রধানমন্ত্রী-২
শেখ হাসিনা-রথযাত্রা
রথযাত্রা সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে ভূমিকা রাখবে : প্রধানমন্ত্রী
ঢাকা, ৩ জুলাই, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রথযাত্রা উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে ভূমিকা রাখবে।
আগামীকাল রথযাত্রা উৎসব উপলক্ষে আজ বুধবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ধর্মীয় উৎসব মানবিক উদারতা এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন প্রসারের শিক্ষা দেয়। ‘রথযাত্রা’ সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে বিভিন্ন ধর্মের অনুসারীগণ পাশাপাশি বসবাস করে সৌহার্দ্য ও সম্প্রীতির অনুপম দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছেন। তারই ধারাবাহিকতায় এদেশের সকল ধর্ম-বর্ণের মানুষ নিজ নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করছে।’
তিনি রথযাত্রা উৎসব ২০১৯ এর সার্বিক সাফল্য কামনা করেন।
বাসস/তবি/বিকেডি/১৭১০/-আসচৌ