বাসস ক্রীড়া-৫ : ডিফেন্ডার মাগুইরের প্রশংসায় সাউথগেট

167

বাসস ক্রীড়া-৫
ফুটবল-বিশ্বকাপ
ডিফেন্ডার মাগুইরের প্রশংসায় সাউথগেট
মস্কো, ১৯ জুন ২০১৮ (বাসস) : সোমবার তিউনিশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলের দারুন এক জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুইরের দারুন প্রশংসা করেছেন কোচ গ্যারেথ সাউথগেট।
প্রিমিয়ার লীগে লিস্টার সিটির হয়ে খেলেন মাগুইরে। ভোলগোগ্রাডে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করার ম্যাচে তিনজন সেন্টার ব্যাকের মধ্যে অভিজ্ঞ গ্যারি কাহিলের পরিবর্তে সাউথগেট ২৫ বছর বয়সী মাগুইরের উপরই আস্থা রেখেছিলেন।
এটাই মাগুইরের প্রথম বিশ্বকাপের ম্যাচ ছিল। পরবর্তী ম্যাচগুলোতেও মাগুইরে এভাবেই নিজেকে প্রমান করবেন বলে সাউথগেটের বিশ্বাস। উচ্ছসিত ইংলিশ কোচ ম্যাচ শেষে বলেছেন, ‘তার মধ্যে দারুন সম্ভাবনা রয়েছে। সম্ভবত সে এবং গোলরক্ষক পিকফোর্ডের এখন পর্যন্ত কোন কাপ ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন্স লিগে খেলার কোন অভিজ্ঞতা নেই। সে কারনেই অন্যদের তুলনায় তাদের দিকে আমার নজড়টা একটু বেশী ছিল। তার মধ্যে রক্ষণভাগে খেলার দারুন কিছু গুণ রয়েছে। মানসিক ভাবেও সে সবসময়ই ঠান্ডা থাকে, কখনই উত্তেজিত হয়না। আশা করছি আজকের রাতটা তাকে দারুন আত্মবিশ্বাস যোগাবে।
শেফিল্ড ইউনাইটেডের হয়ে ক্যারিয়ার শুরু করে মাঝে এক মৌসুম হাল সিটিতে কাটানো মাগুইরে নিজেও আশা করছেন রোববার পানামার বিপক্ষে গ্রুপ-জি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচেও তিনি মূল একাদশে জায়গা ধরে রাখবেন।
বাসস/নীহা/১৪১০/স্বব