বাসস বিদেশ-৫ : লিবিয়ায় বিমান হামলার নিন্দা আফ্রিকান ইউনিয়নের

161

বাসস বিদেশ-৫
আফ্রিকান ইউনিয়ন লিবিয়া
লিবিয়ায় বিমান হামলার নিন্দা আফ্রিকান ইউনিয়নের
আদ্দিস আবাবা, ৩ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক): আফ্রিকান ইউনিয়ন (এইউ) বুধবার লিবিয়ার আটক কেন্দ্রে বিমান হামলা চালানোর নিন্দা করেছেন। একইসঙ্গে এইউ হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে।
এ হামলায় প্রায় ৪০ অভিবাসী নিহত হয়।
এইউ’র চেয়ারপার্সন মুসা ফাকি মহামাত এক বিবৃতিতে নিরীহ বেসামরিক লোকের ওপর ভয়ংকর এই হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি অবিলম্বে অস্ত্রবিরতিরও পুর্নআহ্বান জানান। এছাড়া, তিনি সকল পক্ষের প্রতি বেসামরিক বিশেষ করে আটক কেন্দ্রে আটকে পড়া অভিবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন।
মুসা ফাকি যুদ্ধরত সকল পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে দ্বিগুণ প্রচেষ্টা চালাতে আন্তজাতিক মহলের প্রতি আহ্বান জানান।
ত্রিপোলির শহরতলী তাজৌরার আশ্রয় কেন্দ্রে সরাসরি যে হামলা চালানো হয় তার জন্যে দেশটির খালিফা হাফতারকে দায়ী করা হচ্ছে। তিনি লিবিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছেন। তিনি গত তিন মাস ধরে লিবিয়ার রাজধানী দখলেরও চেষ্টা করছেন।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার এই হামলার জন্যে হাফতারপন্থী বাহিনীকে দায়ী করেছে।
বাসস/জুনা/১৫৫৫/আরজি