সেমি নিশ্চিতের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

258

চেস্টার লী স্ট্রিট, ৩ জুলাই, ২০১৯ (বাসস) : আইসসিসি ক্রিকেট বিশ্বকাপ দ্বাদশ আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে চেস্টার লী স্ট্রিটে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। উভয় দলেরই গ্রুপ পর্বে এটা শেষ ম্যাচ। এ ম্যাচে বিজয়ী দলের সেমিফাইনাল নিশ্চিত হবে। অবশ্য পরাজিত দলেরও একটা সম্ভাবনা থাকবে।
এ ম্যাচে ইংল্যান্ড পরাজিত হলে শেষ চারে যাওয়ার একটা সুযোগ থাকবে পাকিস্তানের। তবে সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশকে হারাতে হবে। গতকাল ভারতের কাছে হেরে বাংলাদেশের সেমির আশা শেষ হয়ে গেছে। আর নিউজিল্যান্ড পরাজিত হলেও রান রেট বিবেচনায় পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকায় তাদেরও সেমির আশা বেঁচে থাকবে।
তবে কোন সমীকরণের আশায় না থেকে উভয় দলই চাইবে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করতে।
দল:
ইংল্যান্ড: ইয়োইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জো রুট,জস বাটলার, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার।
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন(অধিনায়ক), রস টেইলর, জেমস নিশাম. কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, টম লাথাম.হেনরি নিকোলস, টিম সাউদি।