রিফাত হত্যা মামলায় দুই নম্বর আসামি গ্রেফতার

279

বরগুনা, ৩ জুলাই, ২০১৯ (বাসস) : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি রিফাত ফরাজীকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাকে বরগুনা থেকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার সকাল ৯টায় বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম ও বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেন। এ সময় আসামি রিফাত ফরাজীকে উপস্থিত করা হয়।
সংবাদ সম্মেলনে ডিআইজি বলেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রিফাত ফরাজীকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হচ্ছে। এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ৫ জনসহ এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে মঙ্গলবার ভোররাতে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন এই হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫)।
এর আগে এ মামলায় গ্রেফতার হন চন্দন (২১), মো. হাসান (১৯), অলিউল্লাহ (২২) টিকটক হৃদয় (২১)। তারা এজাহারভুক্ত আসামি।
সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হন নাজমুল ইসলাম (১৮), সাগর (১৯), তানভীর (২২), কামরুল হাসান ওরফে সাইমুন (২১) ও রাফিউল ইসলাম রাব্বি।
গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। এ সময় বরগুনা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা তার স্বামীকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু সন্ত্রাসীরা তাঁকে (রিফাত) উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার দিন বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।