বাজিস-১ : পঞ্চগড় ও দিনাজপুরের নদীর বিভিন্ন স্থানে নেয়া হচ্ছে জলকাঠামো নির্মাণ প্রকল্প

193

বাজিস-১
পঞ্চগড়-জলকাঠামো নির্মাণ
পঞ্চগড় ও দিনাজপুরের নদীর বিভিন্ন স্থানে নেয়া হচ্ছে জলকাঠামো নির্মাণ প্রকল্প
পঞ্চগড়,৩ জুলাই,২০১৯ (বাসস) : পঞ্চগড় ও দিনাজপুর জেলায় প্রবাহিত করতোয়াসহ অন্যান্য নদী, খালসমূহের পানি সেচ কাজে ব্যবহারের লক্ষ্যে নদীর বিভিন্ন স্থানে জলাধার তৈরীর নিমিত্তে জলকাঠামো নির্মাণ প্রকল্প এবং নদীর ভাঙ্গন রোধকল্পে তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করার জন্য প্রায় ২৪৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকা (বাপাউবো) থেকে ৪ সদস্যের একটি কারিগরি টিম পঞ্চগড়ে পরিদর্শনে এসেছেন। মোঃ রমজান আলী প্রামানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডিজাইন সার্কেল-৬ বাপাউবো, ঢাকা কারিগরি টিমের নেতৃত্বে রয়েছেন। বাপাউবোর টিম গতকাল মঙ্গলবার বিকেলে জেলার দেবীগঞ্জের করতোয়া নদী বেষ্ঠিত ময়নামতি বাগান পরিদর্শন করেছেন। এ সময় দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান আগত টিমকে সার্বিক সহযোগিতা করেন। টিম প্রধান এ সময় ইউএনওকে প্রকল্পের সার্বিক বিষয়ে অবহিত করেন।
তত্বাবধায়ক প্রকৌশলী এ সময় ইউএনও ও উপস্থিত সাংবাদিকদের জানান, সরকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পঞ্চগড় ও দিনাজপুর জেলার মধ্যে ৪৮টি স্থানে সাড়ে ২৩ কিলোমিটার জায়গা জুড়ে নদী ও খালসমূহের ভূ-পরিস্থ পানি সেচ কাজে ব্যবহারের লক্ষ্যে নদীর বিভিন্ন স্থানে জলাধার তৈরী এবং পঞ্চগড় জেলার তালমা, চাওরাই, করতোয়া, পাথরাজ ও ঘোড়ামারা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন রোধে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে নদী পাড়ের ফসলী জমি , বাগান রক্ষা করাসহ কৃষি কাজে নদী ও খালের মধ্যে সঞ্চয়কৃত পানি সেচ কাজে খুব সহজে কৃষকেরা ব্যবহার করতে পারবে। এ প্রকল্প বাস্তবায়নে সরকারের প্রায় ২৪৭ কোটি টাকা ব্যয় হবে। আগত পরিদর্শন টিম নদীগুলোর গতি প্রকৃতি পরিদর্শণ শেষে সরকারের নিকট প্রকল্প বাস্তবায়নের সুপারিশ পেশ করবে এবং প্রকল্পটি একনেকে পাশ হবে। পরিদর্শণ টিমের অন্য সদস্যরা হচ্ছেন,পানি উন্নয়ন বোর্ড রংপুরের উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা অমলেষ চন্দ্র রায় , পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, এবং বাপাউবো, ঢাকার গবেষণা কর্মকর্তা আমিনুল ইসলাম।
বাসস/সংবাদদাতা/১০০৩/নূসী