বাসস দেশ-৩৬ : সংযুক্ত আরব আমিরাত পৃথক ইজেড প্রতিষ্ঠায় আগ্রহী

571

বাসস দেশ-৩৬
বিআইডিএ-ইউএই
সংযুক্ত আরব আমিরাত পৃথক ইজেড প্রতিষ্ঠায় আগ্রহী
ঢাকা, ২ জুলাই, ২০১৯ (বাসস) : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশে তাদের বিনিয়োগকারীদের জন্য একটি পৃথক অর্থনৈতিক জোন (ইজেড) প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশ বিনিয়োগ ডিপার্টমেন্ট কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে আজ তার কার্যালয়ে আরব আমিরাতের এক বাণিজ্য প্রতিনিধিদল এক বৈঠকে তাদের এ আগ্রহ জানায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
বৈঠকে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি বিনিয়োগ-বান্ধব ও উদার গণতান্ত্রিক দেশ এবং এখানে বিপুল পরিমাণ জনশক্তিও বিদ্যমান।
তিনি বলেন, দিন দিন এখানে অবকাঠামো, এলএনজি, যোগাযোগ ও গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ায় গত বছর ৬৮ শতাংশ সরাসরি বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ।
প্রতিনিধিদল বাংলাদেশের উন্নয়নে উচ্ছ্বাস প্রকাশ করে এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগে আগ্রহ জানায়।
বাসস/পিআর/অনু-এএএ/২০৩৫/-জেজেড