সবার উপরে এখন রোহিত

305

বার্মিংহাম, ২ জুলাই ২০১৯ (বাসস) : চলমান দ্বাদশ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে উঠলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। আজ বার্মিংহামের এডজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে ৯২ বলে ১০৪ রানের নান্দনিক ইনিংস খেলে এখন সবার উপরে রোহিত। ৭ ম্যাচের ৭ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে এখণ পর্যন্ত ৫৪৪ রান করেছেন রোহিত। ফলে পেছনে পড়ে গেলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ৮ ম্যাচের ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৫১৬ রান নিয়ে দ্বিতীয়স্থানে এখন ওয়ার্নার।
৮ ম্যাচের ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৫০৪ রান নিয়ে তৃতীয়স্থানে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ৮ ম্যাচের ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৫১৬ রান নিয়ে দ্বিতীয়স্থানে এখন ওয়ার্নার। ৬ ম্যাচের ৬ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৭৬ রান নিয়ে চতুর্থস্থানে বাংলাদেশের সাকিব আল হাসান।
এবারের আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১২২, পাকিস্তানের বিপক্ষে ১৪০ ও ইংল্যান্ডের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেছিলেন রোহিত।