রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১ আগস্ট

289

ঢাকা, ২ জুলাই, ২০১৯ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ১ আগস্ট ধার্য করেছে আদালত।
তদন্ত সংস্থা সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আজ এই দিন ধার্য করেন।
২০১৬ সালের ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বাংলাদেশ ব্যাংক একাউন্ট থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এরমধ্যে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার ম্যানিলার আরসিবিসি ও ২ কোটি মার্কিন ডলার শ্রীলংকার একটি ব্যাংকে ট্রান্সফার করা হয়।
কিন্তু হ্যাকারদের স্পেলিং ইরর থাকায় শ্রীলংকার ব্যাংকে ২ কোটি মার্কিন ডলার ট্রান্সফারটি বাতিল হয়ে যায়। পরে, বাংলাদেশ ব্যাংক পিলিপাইন থেকে ১ কোটি ৫০ লাখ ডলার উদ্ধার করতে সক্ষম হয়।
২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) মামলার তদন্ত করছে।