হলি আর্টিসানে হামলা মামলায় ভারতীয় নাগরিকসহ দু’জনের সাক্ষ্য প্রদান

222

ঢাকা, ২ জুলাই, ২০১৯ (বাসস) : রাজধানীর গুলশানে হলি আর্টিসান ক্যাফেতে জঙ্গি হামলা মামলায় সন্ত্রাস বিরোধী এক বিশেষ আদালতে বাদী পক্ষে এক ভারতীয় নাগরিকসহ দুই জন সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষ্য দাতারা হলেন ভারতীয় নাগরিক সাত প্রকাশ এবং আসলাম হোসেন।
ঢাকা সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনালের বিশেষ আদালতের বিচারক মো. মুজিবুর রহমানের কাছে তারা সাক্ষ্য দেন এবং তাদের জেরা করা হয়।
মামরার পরবর্তি শুনানির দিন ৯ জুলাই। এই মামলায় মোট ২ শ’ ১১ জন সাক্ষীর মধ্যে ৬২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
গত ২০১৬ সালের ১ জুলাই ভয়াবহ ওই হামলায় ২০ জনের মৃত্যু হয়। হামলায় সাহসীকতার সাথে সাধারণ মানুষের জীবন বাঁচাতে পুলিশের দুই বীর সদস্য প্রাণ হারায়। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ঘটনার পর সন্ত্রাস বিরোধী আইনে গুলশান থানায় পুলিশ একটি মামলা দয়ের করে।
এরপর গত বছরের ২৬ নভেম্বর থেকে জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশিদুল ইসলাম ওরফে রাস, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম এবং মামুনুর রশিদ।