বাসস ক্রীড়া-৮ : ইউরো টি-২০ স্লামে খেলবেন স্টেইন

162

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট- ইউরো
ইউরো টি-২০ স্লামে খেলবেন স্টেইন
লন্ডন, ২জুলাই, ২০১৯(বাসস): প্রথমবারের মত অনুষ্ঠেয় ইউরো টি-২০ স্লামে মারকুই খেলোয়াড় হিসেবে খেলবেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন।
আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ড যৌথভাবে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে ইউরোপিয়ান এ টি-২০ ক্রিকেট আসর ‘ইউরো টি-২০ স্লাম’ টুর্নামেন্ট। তিন দেশের মোট ছয়টি দলের অংশ গ্রহনের এ টুর্নামেন্ট শুরু হবে ৩০ আগস্ট।
টুর্নামেন্টের গোষনা দেয়ার পরপরই শহিদ আফ্রিদি, ক্রিস লিন, শেন ওয়াটসন, বাবর আজম, ব্রেন্ডন ম্যাককালাম এবং লুক রঞ্চিকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষনা করে লীগ কর্তপক্ষ।
সাকিব আল হাসান, ইয়োইন মরগান, জেপি ডুমিনি, ইমরান তাহির, রশিদ খানের মত তারকা খেলোয়াড়রা এবং হাই প্রোফাইল আরো অনেক ক্রিকেটার টুর্নামেন্টে অংশ নিচ্ছে বলে ধারনা করা হচ্ছে।
ইনজুরির কারণে ইংল্যান্ডে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে কোন ম্যাচ না খেলেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন ৩৬ বছর বয়সী স্টেইন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইপিএল) ২০১৯ আসরে কাঁধের ইনজুরিতে পড়েন রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে দুই ম্যাচ খেলা স্টেইন।
বাসস/স্বব/১৭০৫/এমএইচসি