বাজিস-৭ : নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

139

বাজিস-৭
নীলফামারী-মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
নীলফামারী, ২ জুলাই, ২০১৯ (বাসস) : জেলা সদরে আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মোত্তালেব (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মোত্তালেবের বাড়ি জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের বোগরবাড়ি গ্রামে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের আনসার-ভিডিপি ক্যাম্পের পাশে সরকারপাড়া গ্রামের একটি মৎস্য খামারে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শ্রমিক আব্দুল মোত্তালেব মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই মৎস্য খামারে কাজ করার সময় সেচ পাম্পের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোত্তালেবকে মৃত ঘোষণা করেন।
শ্রমিক মোত্তালেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৬২৫/-এমকে