বাসস ক্রীড়া-২ : দুই মাস পর পোর্তোতে ফিরলেন অসুস্থ ক্যাসিয়াস

160

বাসস ক্রীড়া-২
ফুটবল-ক্যাসিয়াস
দুই মাস পর পোর্তোতে ফিরলেন অসুস্থ ক্যাসিয়াস
পোর্তো, ২ জুলাই ২০১৯ (বাসস) : হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রায় দুই মাস পর অভিজ্ঞ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস প্রাক মৌসুম অনুশীলনে পোর্তোতে রিপোর্ট করেছেন।
৩৮ বছর বয়সী ক্যাসিয়াস গত ১ মে অনুশীলনে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে তার অস্ত্রোপাচার করা হয়। সোমবার পোর্তোর অনুশীলন মাঠে ফেরার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে রিয়াল মাদ্রিদের সাবেক এই অধিনায়ক। ২০১৯-২০ মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন প্রিমিয়ারা লিগার ক্লাবটি। এই সময় টুইটারে ক্যাসিয়াস লিখেছেন, ‘আবারো কাজে ফেরা। আজ প্রথম দিন।’
প্রাক মৌসুম অনুশীলনে পুরোপুরি ভাবে নামার আগে ক্যাসিয়াসের নিয়মিত মেডিকেল পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে বলে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যদিও ক্যাসিয়াসের ভবিষ্যত নিয়ে এখন শঙ্কা রয়ে গেছে। গত মাতে নিজেই জানিয়েছিলেন ইতোমধ্যেই অবসরের সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এখন পুরো বিষয়টি পোর্তো বোর্ড পরিচালকদের ওপর নির্ভর করছে।
বাসস/নীহা/১০৪৫/স্বব