বাসস ক্রীড়া-১২ : এডজবাস্টনে জয় খড়া কাটাতে পারবে কি বাংলাদেশ?

266

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বাংলাদেশ
এডজবাস্টনে জয় খড়া কাটাতে পারবে কি বাংলাদেশ?
বার্মিংহাম, ১ জুলাই, ২০১৯ (বাসস) : বিশ্বকাপে আগামীকাল বার্মিংহামের এডজবাস্টনে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই টাইগারদের। তবে এই ভেন্যুতে বাংলাদেশের রেকর্ড মোটেও সুখকর নয়। এই ভেন্যুতে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনটিই হেরেছে।
বার্মিংহামের এডজবাস্টনে বাংলাদেশের তিনটি ম্যাচের দিকে চোখ বুলানো যাক।
ম্যাচ : ১ (চ্যাম্পিয়ন্স ট্রফি)
তারিখ : ১২ সেপ্টেম্বর, ২০০৪।
দল : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।
টস : বাংলাদেশ।
বাংলাদেশ : ৯৩/১০, ৩১.৩ ওভার (নাফিস ইকবাল ৪০, খালেদ মাসুদ ২৪, তাপস বৈশ্য ৫, চার্ল ল্যাঙ্গাভেল্ডট ৩/১৭)।
দক্ষিণ আফ্রিকা : ৯৪/১, ১৭.৫ ওভার (গ্রায়েম স্মিথ ৪২*, জক ক্যালিস ৪০, তাপস ১/৩৯)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : চার্ল ল্যাঙ্গেভেল্ডট (দক্ষিণ আফ্রিকা)।
ম্যাচ : ২ (দ্বিপক্ষীয় সিরিজের তৃতীয় ওয়ানডে)
তারিখ : ১২ জুলাই, ২০১০।
দল : বাংলাদেশ-ইংল্যান্ড।
টস : বাংলাদেশ।
ইংল্যান্ড : ৩৪৭/৭, ৫০ ওভার (এন্ড্রু স্ট্রউস ১৫৪, জনাথন ট্রট ১১০, মাশরাফি ৩/৩১)।
বাংলাদেশ : ২০৩/১০, ৪৫ ওভার (মাহমুদুল্লাহ ৪২, আব্দুর রাজ্জাক ২৭, জহিরুল ইসলাম ২৭, রবি বোপারা ৪/৩৮)।
ফল : ইংল্যান্ড ১৪৪ রানে জয়ী।
ম্যাচ সেরা : এন্ড্রু স্ট্রউস (ইংল্যান্ড)।
ম্যাচ : ৩ (চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, সেমিফাইনাল)
তারিখ : ১৫ জুন, ২০১৭।
দল : বাংলাদেশ-ভারত।
টস : ভারত।
বাংলাদেশ : ২৬৪/৭, ৫০ ওভার (তামিম ইকবাল ৭০, মুশফিকুর রহিম ৬১, কেদার যাদব ২/২২)।
ভারত : ২৬৫/১, ৪০.১ ওভার (রোহিত শর্মা ১২৩*, বিরাট কোহলি ৯৬*, মাশরাফি ১/২৯)।
ফল : ভারত ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : রোহিত শর্মা (ভারত)।
বাসস/এএসজি/এএমটি/২০২৫/স্বব