বাসস দেশ-৪১ : দুর্নীতি মামলায় মওদুদের বিরুদ্ধে দুই প্রকৌশলীর সাক্ষ্যদান

215

বাসস দেশ-৪১
শুনানি-মওদুদ
দুর্নীতি মামলায় মওদুদের বিরুদ্ধে দুই প্রকৌশলীর সাক্ষ্যদান
ঢাকা, ১ জুলাই, ২০১৯ (বাসস) : বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন মামলায় আজ সাক্ষ্য দিয়েছে গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের দুই প্রকৌশলী। সাক্ষীরা হলেন, খালেদ মোহাম্মদ ও সাজ্জাদ হোসেন।
সাবেক এই আইন মন্ত্রীর বিরুদ্ধে আগামী ৪ জুলাই পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে। ঢাকা ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব শুনানী শেষে এই দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় সাত কোটি ৩৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ টাকার তথ্য গোপন করায় এই মামলা দায়ের করে।
মামলায় মওদুদের বিরুদ্ধে ১৪ মে, ২০০৮ তারিখে দুদক চার্জশীট দাখিল করে এবং আদালত তার বিরুদ্ধে ২১ জুন ২০১৭ চার্জ গঠন করে।
বাসস/সংবাদদাতা/অনু-এএএ/১৯৪৭/আরজি