থাইল্যান্ডে ২০০৯ সালের পর প্রথম মৃত্যুদন্ড কার্যকর

449

ব্যাংকক, ১৯ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : থাইল্যান্ড ২০০৯ সালের পর এই প্রথমবারের মতো একজনের মৃত্যুদন্ড কার্যকর করল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এই পদক্ষেপকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে।
ত্রাং প্রদেশে একটি হত্যার অভিযোগে ছয় বছর আগে ২৬ বছর বয়সী তিরাসাক লংজিকে মৃুত্যুদণ্ডাদেশ দেয়া হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
থাইল্যান্ডের নেতা প্রাইয়ুত চ্যান-ও’-চা যুক্তরাজ্য ও ফ্রান্সে যাওয়ার প্রাক্কালে এই মৃুত্যুদণ্ডাদেশ কার্যকর করা হল।
বিষাক্ত ইনজেকশন প্রয়োগে এই মৃুত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।
থাই বিচার মন্ত্রণালয়ের স্থায়ী উপসচিব তাওয়াতচাই থাইকাইউ বলেন, ‘আমাদের দেশে মৃুত্যুদণ্ডাদেশ চালু রয়েছে। আমরা এখনো এটি বাতিল করে দেইনি।’
সোমবারের এই মৃত্যুদ-টি আইন মেনেই কার্যকর করা হয়েছে জানান তিনি।