বাজিস-৯ : বান্দরবানে নিখোঁজ এক পর্যটকের মৃতদেহ উদ্ধার

155

বাজিস-৯
বান্দরবান-মৃতদেহ উদ্ধার
বান্দরবানে নিখোঁজ এক পর্যটকের মৃতদেহ উদ্ধার
বান্দরবান, ১ জুলাই, ২০১৯ (বাসস) : জেলার রোয়াংছড়ি উপজেলার তিনাপসাইতায় ভ্রমণ শেষে রুমায় পাইন্দু খাল পেরোতে গিয়ে খালে পড়ে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে একজন সাইফুল্লাহর মৃতদেহ আজ উদ্ধার করেছেন স্থানীয়রা। সাইফুল্লাহ বাংলাদেশ নৌবাহিনীর সাব-ল্যাফটেন্যান্ট হিসাবে কর্মরত ছিলেন।
এদিকে, নিখোঁজ অপর পর্যটক কলেজ ছাত্রী জান্নাত আরা বেগমকে এখনও পাওয়া যায়নি। তবে নিখোঁজ এই কলেজ ছাত্রীকে উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর ২২ সদস্যের একটিদল ও স্থানীয়রা ।
আজ সোমবার দুপুরে এই তথ্য জানান বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামসুল আলম ।
রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং-এর বরাত দিয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামসুল আলম বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনীর সাব-ল্যাফটেন্যান্ট সাইফুল্লাহর মৃতদেহ পাওয়া গেছে বলে দুপুর ১ টার দিকে পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোন জানিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘পাইন্দু ইউনিয়নের দুর্গম মিয়ংক্ষ্যংপাড়ার খালের একটি অংশে ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা পেয়ে ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। এরই মধ্যে চেয়ারম্যান ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছেন।কোন ধরনের সড়ক যোগাযোগ না থাকায় প্রায় ৫ ঘণ্টা পায়ে হেঁটে ওই জায়গায় যেতে হয়।’
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, শনিবার বিকালে ছয়জনের একটিদল তিনাপসাইতায় ভ্রমন শেষে রুমা সদরে ফিরছিলেন। ওই সময় পাইন্দু খাল পায়ে হেঁটে পেরোতে গিয়ে ছয়জনের মধ্যে দু’জন পানির প্রবল ¯্রােতে ভেসে যায়।
বাসস/সংবাদদাতা/১৭৩৮/এমকে/