বাসস দেশ-১৬ : সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৬ আগস্ট

171

বাসস দেশ-১৬
সিনহা-তদন্ত প্রতিবেদন
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৬ আগস্ট
ঢাকা, ১ জুলাই, ২০১৯ (বাসস) : ঘুষ চাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার(এস কে সিনহা) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
আজ ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার এ তারিখ ধার্য করেন।
এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন তারিখ ধার্য করেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর, ২০১৮ সালে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। এর পর উচ্চ আদালতের নির্দেশে মামলাটি তদন্ত শুরু করা হয়।
বাসস/এমএইচআর/অনু-কেজিএ/১৬৪৫/-আসচৌ