ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম কনফারেন্সে অংশ নিতে রাশিয়ায় স্পিকার

250

ঢাকা, ১ জুলাই, ২০১৯ (বাসস) : ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম কনফারেন্সে অংশ নিতে রাশিয়া গেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।
দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল এসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশনের আমন্ত্রণে দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম ২০১৯’ শীর্ষক কনফারেন্সে অংশ নিতে মধ্যরাতে স্পিকার রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
স্পিকারের নেতৃত্বে কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু, এমপি এবং মো. জিল্লুল হাকিম, এমপি।
কনফারেন্সটি আজ এবং আগামীকাল রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হবে। কনফারেন্স শেষে স্পিকার আগামী ৫ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।