বাজিস-৫ : জয়পুরহাটে গাড়ি চালকদের প্রশিক্ষণ

184

বাজিস-৫
জয়পুরহাট-প্রশিক্ষণ
জয়পুরহাটে গাড়ি চালকদের প্রশিক্ষণ
জয়পুরহাট, ১ জুলাই, ২০১৯ (বাসস) : ’সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এ স্লোগানকে সামনে রেখে পেশাদার চালকদের জন্য সোমবার দিন ব্যাপি দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থোরিটি ( বিআরটিএ) জয়পুরহাট জেলা কার্যালয় ওই প্রশিক্ষণের আয়োজন করে। এ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান। জয়পুরহাট বিআরটিএ’র সহকারি পরিচালক আব্দুল হান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও জেলা স্কাউটস সম্পাদক শাহাদুল ইসলাম সাজু, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান, জেল মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ওয়াদুদ মোল্লা । জেলার ১৪০ জন পেশাদার চালক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। দূর্ঘটনা রোধ করার জন্য সচেতনতা মুলক বিষয় ও আইনকানুন তুলে ধরে চালকদের প্রশিক্ষণ প্রদান করেন মেডিক্যাল অফিসার ডা: এন এম এ মেহেদী হাসান, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও বিআরটিএ’র সহকারি পরিচালক আব্দুল হান্নান। প্রশিক্ষণ শেষে গাড়ি চালকদের হাতে সনদপত্র প্রদান করা হয়।
বাসস/সংবাদদাতা/১৩০০/নূসী