ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাস্ট উইন ম্যাচে জিততে মরিয়া শ্রীলংকা

284

চেস্টার লী স্ট্রিট, ৩০জুন, ২০১৯ (বাসস) : আইসিসি দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের ৩৯তম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে দল শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। গাণিতিক হিসেবে এখনো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে শ্রীলংকার। পক্ষান্তরে শেষ চারে যাওয়ার আর কোন সুযোগই নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে। যারা এখন শুধুমাত্র বিশ্বকাপ খেলার গৌরবের জন্যই খেলবে। এখনো সুযোগ থাকায় ‘মাস্ট উইন ম্যাচে’ ক্যারিবিয় দলের বিপক্ষে জয় পেতে নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লংকানরা। ডারহামের চেস্টার লী স্ট্রিটে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ২০ রানের জয়ে নতুন জীবন পাওয়া টুর্নামেন্টে অধারাবাহিক শ্রীলংকা পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হয়। প্রোটিয়াদের কাছে পরাজিত হওয়ায় সেমিফাইনালের সম্ভাবনা বাধাগ্রস্ত হয়। সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে বর্তমানের তালিকার সপ্তম স্থানে থাকা লংকানদের এখন সেমিতে খেলতে হলে গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচেই জয় পেতে হবে এবং অন্য দলগুলোর ফলের ওপর নির্ভর কারতে হবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে নয় উইকেটের পরাজয়ে আবারো লংকানদের ব্যাটিংয়ে অধারাবাহিকতার চিত্র ওঠে এবং অধিনায়ক দিমুথ করুনারত্নে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের বিপক্ষে ব্যাটসম্যানদের উন্নতি দেখতে চাইবে।
টুর্নামেন্টে এ পর্যন্ত কোন ম্যাচেই জ্বলে উঠতে পারেনি তাদের ব্যাটিং লাইন আপ। যে ক’টি ম্যাচে ভাল ফল করেছে তার কেবলমাত্র অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন বোলিং আক্রমণের সুবাদে।
তাছাড়া জল বসন্তের কারণে নুয়ান প্রদীপ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় শ্রীলংকাবে আবারো মালিঙ্গার ওপরই নির্ভর করতে হবে।
পক্ষান্তরে, টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলটি ভালভাবে শেষ করতে চাইবে।
বিশেষ করে অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪২১ রান করায় সম্ভবনাময় একটি দল হিসেবে টুর্নামেন্ট শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটাও দারুনভাবে করেছিল তারা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে মাত্র ১০৫ রানে গুটিয়ে দিয়ে সাত উইকেটে জয় পেয়েছিল ক্যারিবিয়রা।
কিন্তু তারপর থেকেই ক্যারিবিয়দের পারফরমেন্স দিনকে দিন খারাপ হয়েছে। এ পর্যন্ত তারা সাত ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়েছে। দারুনভাবে শুরুর পর দলটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের স্নায়ুচাপ ধরে রাখতে ব্যর্থ হয়েছে এবং হৃদয়ভাঙ্গা পরাজয় দিয়ে শেষ করেছে।
টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়ে পয়েন্ট তালিকায় কেবলমাত্র আফগানিস্তানের ওপরে অর্থাৎ দশ দলের মধ্যে নবম অবস্থানে রয়েছে।
তবে যেহেতু হারানোর কিছু নেই তাই ক্যারিবিয়রা গৌরবের জন্য মাঠে নামবে এবং বিগ হিটা ক্রিস গেইল, কার্লোস ব্র্যাথওয়েট এবং শাই হোপকে নিয়ে গড়া ধ্বংসাত্বক ব্যাটিং অর্ডার ঠিকমত ক্লিক করলে হয়ে উঠতে পারে অপ্রতিরোধ্য।
ভারতের বিপক্ষে পরাজয়ের পর দলটির কোচ ফ্লয়েড রেইফার বলেন, ‘বিশ্বকাপ নিয়ে আমাদের মধ্যে কিছু খোলামেলা আলোচনা হয়েছে। সেখানে আমরা কি করেছি তার চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি একটি শক্তিশালী দল হিসেবে বিশ্ব দরবারে আসন নেয়ার জন্য ভালভাবে চেষ্টা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।’
তিনি আরো বলেন, ‘জানি আমরা এখন সম্মানের জন্য খেলছি। ক্যারিবীয় অঞ্চলের জনগণ সেখান থেকেই আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন। আর আমরা এখানে তাদের প্রতিনিধিত্ব করছি।’
দল :
ওয়েস্ট ইন্ডিজ : ক্রিস গেইল, এভিন লুইস,শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরোন হেটমায়ার, নিকোলাস পুরান, এ্যাশলে নার্স,আন্দ্রে রাসেল,ফ্যাবিয়ান এ্যালেন, কেমার রোচ, শ্যানন গাব্রিয়েল,জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ওশানে টমাস, শেলডন কট্রেল, সুনিল এ্যাম্ব্রিস।
শ্রীলংকা : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কাসুন নাজিথা,আবিস্কা ফার্নান্দো,লাহিরু থিরিমান্নে, কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিজ, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, মিলিন্দা সিরিবর্দেনে, জেফরে বান্দারসে।