বাসস সংসদ-৫ : সাব-রেজিস্ট্রার কার্যালয়সমূহ আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে : আনিসুল হক

191

বাসস সংসদ-৫
সাব-রেজিস্ট্রার-কার্যালয়
সাব-রেজিস্ট্রার কার্যালয়সমূহ আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে : আনিসুল হক
সংসদ ভবন, ৩০ জুন, ২০১৯ (বাসস) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সারাদেশে সাব-রেজিস্ট্রার কার্যালয়সমূহকে আধুনিকায়নের পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী জানান, দলিল নিবন্ধনের শত বছরের পুরনো পদ্ধতির অবসান ঘটিয়ে আধুনিকায়নের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে কুমিল্লা ও যশোরে ৫টি সাব-রেজিষ্ট্রি অফিসে রেকর্ড রুম ডিজিটাইজেশন পদ্ধতি চালু করা হবে, যা সফ্টও্যার প্রস্তুত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, রেজিষ্ট্রি অফিসসমূহে দলিল রেজিষ্ট্রির কাজ আধুনিকায়নসহ কম্পিউটারাইজড করার কার্যক্রম ‘স্বল্প সময়ের’ মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব হবে।
বাসস/এমএসএইচ/১২৪৪/-অমি