বিশ্বকাপের হ্যাটট্রিক

286

লন্ডন, ৩০ জুন ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট গতকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানের পরাজয়ের ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে ১১তম হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জণ করেছেন।
এই তালিকায় ১০তম বোলার হিসেবে এই কৃতিত্ব দেখালেন বাঁ-হাতি বোল্ট। শ্রীলংকান তারকা লাসিথ মালিঙ্গা বিশ্বকাপে দু’বার হ্যাটট্রিক করার বিরল কৃতিত্ব দেখিয়েছেন।
বিশ্বকাপের হ্যাটট্রিকের তালিকা :
১৯৮৭ : চেতন শর্মা (ভারত) বনাম নিউজিল্যান্ড, নাগপুর
১৯৯৯ : সাকলাইন মুস্তাক (পাকিস্তান) বনাম জিম্বাবুয়ে, দ্য ওভাল
২০০৩ : চামিন্দা ভাস (শ্রীলংকা) বনাম বাংলাদেশ, পিটারমারির্জবার্গ
২০০৩ : ব্রেট লি (অস্ট্রেলিয়া) বনাম কেনিয়া, কিংসমিড, ডারহাম
২০০৭ : লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা) বনাম দক্ষিণ আফ্রিকা, প্রভিডেন্স, জর্জটাউন
২০১১ : কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ) বনাম নেদারল্যান্ড, ফিরোজ শাহ কোটলা, দিল্লি
২০১১ : লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা) বনাম কেনিয়া, আরপিএস, কলম্বো
২০১৫ : স্টিভেন ফিন (ইংল্যান্ড) বনাম অস্ট্রেলিয়া, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
২০১৫ : জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা) বনাম শ্রীলংকা, সিডনি ক্রিকেট গ্রাউন্ড
২০১৯ : মোহাম্মদ সামী (ভারত) বনাম আফগানিস্তান, রোজ বোল, সাউদাম্পটন
২০১৯ : ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) বনাম অস্ট্রেলিয়া, লর্ডস