বাসস দেশ-২ : র‌্যাবের নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েলের দায়িত্ব গ্রহণ

192

বাসস দেশ-২
র‌্যাব-দায়িত্ব গ্রহণ
র‌্যাবের নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েলের দায়িত্ব গ্রহণ
ঢাকা, ৩০ জুন, ২০১৯ (বাসস) : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি কর্নেল মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হলেন।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কর্নেল তোফায়েল ডেপুটি কন্টিনজেন্ট কমান্ডার ব্যানব্যাট-৫, মালিতে জাতিসংঘ মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে শনিবার পদোন্নতি পেয়ে র‌্যাবে যোগদান করেন।
র‌্যাব সদরদপ্তর এবং র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা সূত্রে জানা যায়, নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১তম বিএমএ লং কোর্সে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদসহ একটি পদাতিক ব্যাটালিয়নের উপ-অধিনায়কের দায়িত্ব পালন করেন।
এছাড়া কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে আর্মি স্টাফ কোর্সে পিএসসি ডিগ্রি লাভ করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ নেন।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১২৩৫/এমএসআই