বাসস ক্রীড়া-৬ : ভারতের কাছে হার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টার্নিং পয়েন্ট : স্টার্ক

190

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-বিশ্বকাপ
ভারতের কাছে হার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টার্নিং পয়েন্ট : স্টার্ক
লন্ডন, ৩০ জুন ২০১৯ (বাসস) : অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক বলেছেন ভারতের বিপক্ষে পরাজয় থেকে তারা যথেষ্ঠ শিক্ষা নিয়ে সেমিফাইনলে পথে এগিয়ে গেছে।
১০ দলের এবারের বিশ্বকাপে সবার আগে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শনিবার লর্ডসে তারা গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ডকে ৮৬ রানে বিধ্বস্ত করেছে। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া অসি অধিনায়ক এ্যারন ফিঞ্চকে কোন সুসংবাদ দিতে পারেননি ব্যাটসম্যানরা। কিউই পেসারদের তোপের মুখে ৯২ রানেই তারা ৫ উইকেট হারায়। তবে ষষ্ঠ উইকেটে উসমান খাজা (৮৮) ও এ্যালেক্স ক্যারি (৭১) মিলে ১০৭ রানের ম্যাচ জয়ী পার্টনারশীপ গড়ে তুলে। ট্রেন্ট বোল্টের হ্যাটট্রিক সত্বেও শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪৩ রানের লড়াকু ইনিংস পায় অস্ট্রেলিয়া।
বাঁ-হাতি পেসার স্টার্ক কাল ২৬ রানে ৫ উইকেট তুলে নিলে কিউই ইনিংস ১৫৭ রানে শেষ হয়। ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের উইকেট শিকারি বোলার তালিকার শীর্ষে রয়েছেন স্টার্ক।
এবারের টুর্ণামেন্ট গ্রুপের আট ম্যাচে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া শুধুমাত্র ভারতের কাছে পরাজিত হয়েছে। আর সেই পরাজয়টি তাদের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করে ২৯ বছর বয়সী স্টার্ক বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি থেকে আমরা যথেষ্ঠ শিক্ষা নিয়েছি। এরপর প্রতিটি ম্যাচেই আমরা নিয়মিত ভাবে প্রতিপক্ষের মিডল অর্ডারের উইকেট তুলে নেবার চেষ্টা করেছি। ভারতের সাথে যা করতে পারিনি। আজও আমাদের শুরুটা ভাল হয়নি। তবে মিডল অর্ডারের শক্তিশালী ব্যাটিং আমাদের জয় এনে দিয়েছে। এই বিশ্বকাপে আমাদেরও অন্যান্য দলের মতই শিরোপা জয়ের সমান সুযোগ রয়েছে। বিভিন্ন পরিস্থিতিতে আমাদের বোলাররা নিজেদের প্রমানে প্রস্তুত আছে। গত দুই ইনিংসে জেসন দারুন খেলেছে। আমরা জয়ের পথ খুঁজছি। ফিঞ্চের নেতৃত্বে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শান্ত থেকে আমরা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছি। অধিনায়ক হিসেবে ফিঞ্চ দুর্দান্ত। আজকের জয়টা অসাধারণ ছিল। কিন্তু একটি জয় আমাদের বিশ্বকাপের শিরোপা এনে দিবে না।’
বাসস/নীহা/১২২৮/স্বব