বাসস ক্রীড়া-৫ : দলকে এগিয়ে যেতে অনুরোধ নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনের

190

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-বিশ্বকাপ
দলকে এগিয়ে যেতে অনুরোধ নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনের
লন্ডন, ৩০ জুন ২০১৯ (বাসস) : লর্ডসে শনিবার বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে পরাজিত হয়েছে নিউজিল্যান্ড। এই নিয়ে টানা দ্বিতীয় পরাজয়ের পরেও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন তার দলকে সামনে এগিয়ে যেতে অনুরোধ জানিয়েছেন।
আগামী ৩ জুলাই চেস্টার-লি স্ট্রিটে গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে পরাজিত করতে পারলেই অস্ট্রেলিয়ার সাথে শেষ চারের টিকিট নিশ্চিত করবে উইলিয়ামসনের দল। মাত্র একদিন আগেই পাকিস্তানের কাছে ৬ উইকেটে বিধ্বস্ত হয়েছিল নিউজিল্যান্ড। উইলিয়ামসন বলেন, ‘এখন শুধুমাত্র এগিয়ে যাবার অপেক্ষা।’
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অসি অধিনায়ক এ্যারন ফিঞ্চ। ২২তম ওভারে দলীয় ৯২ রানে অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নিয়ে কিউই বোলাররা নিউজিল্যান্ডকে আশাবাদী করে তুলে। কিন্তু উসমান খাজা (৮৮) ও ম্যাচ সেরা এ্যালেক্স ক্যারির (৭১) শতরানের পার্টনারশীপে অস্ট্রেলিয়ার ইনিংস ৯ উইকেটে ২৪৩ রানে শেষ হয়। ক্যারি ৭২ বলে ১১টি বাউন্ডারির সহায়তায় ৭১ রানের ইনিংস উপহার দিয়েছেন। পেসার ট্রেন্ট বোল্টের হ্যাটট্রিক সত্তেও অস্ট্রেলিয়ার এই রান জয়ের জন্য যথেষ্ঠ ছিল।
জবাবে ব্ল্যাক ক্যাপসরা মাত্র ১৫৭ রানেই গুটিয়ে গেলে ৮৬ রানের জয় পায় অস্ট্রেলিয়া। বাঁ-হাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক ২৬ রানে নিয়েছেন ৫ উইকেট।
উইলিয়ামসন বলেন, ‘বোলিংয়ে ইতিবাচক দিক হলো আমরা তাদের ৯ উইকেট তুলে নিয়েছিলাম। কিন্তু আজকের দিনটা আমাদের ছিলনা। আসলে এত গভীরে না গিয়ে সোজা কথায় বলা যায় এই ধরনের ম্যাচের চ্যালেঞ্জটাও ভিন্ন। বিশ্বকাপ অন্য ধরনের একটি আসর। এটা এমন একটি টুর্ণামেন্ট যেখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’
দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জয়ী সেঞ্চুরি উপহার দেয়া উইলিয়ামসন ৪০ রান করে গতকাল স্টার্কের শিকার হন। উইলিয়ামসন আরো বলেন, দিন শেষে আমাদের একটি লক্ষ্য থাকবে, ভাল ক্রিকেট খেলতে হবে। আমি মনে করি পুরো টুর্নামেন্ট জুড়ে যারা স্মার্ট ক্রিকেট খেলবে শেষের দিকে তারাই বেশী লাভবান হবে। এই ধরনের পিচে প্রত্যেককেই স্মার্ট হতে হবে। ম্যাচের আবহের সাথে খুব দ্রুত নিজেকে মানিয়ে নিতে হবে, সেরা সুযোগগুলো কাজে লাগাতে হবে।’
বোল্ট ছাড়াও কাল আরেক ফাস্ট বোলার লোকি ফার্গুসন ৪৯ রানে নিয়েছেন ২ উইকেট। বোল্টের পাশাপাশি ফার্গুসনের প্রশংসা করে কিউই অধিনায়ক বলেছেন, ইনিংসের যেকোন সময় উইকেট দখলের যোগ্যতা তার রয়েছে।
বাসস/নীহা/১২২৫/স্বব