বাসস ক্রীড়া-৩ : ইমাদের প্রশংসায় সরফরাজ

183

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট- বিশ্বকাপ
ইমাদের প্রশংসায় সরফরাজ
হেডিংলি, ৩০ জুন ২০১৯ (বাসস) : আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ী হবার পর অল-রাউন্ডার ইমাদ ওয়াসিমের বিশেষ প্রশংসা করেছেন পাকিস্তানী অধিনায়ক সরফরাজ আহমেদ। একইসাথে এই জয়ে দলের সম্মিলিত প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।
লিডসে অনুষ্ঠিত কালকের ম্যাচে তরুন পেসার শাহীন আফ্রিদির বিধ্বংসী বোলিংয়ে ৯ উইকেটে ২২৭ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান ইনিংস। প্রথম টিনএজার হিসেবে শাহীন আফি্িরদ বিশ্বকাপে চার উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন। জবাবে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার ফখর জামানকে হারানোর পরেও পাকিস্তান ঠিকই ঘুড়ে দাঁড়ায়। দ্বিতীয় উইকেটে ইমাম-উল-হক ও বাবর আজমের ৭২ রানের পার্টনারশীপ গড়ে উঠলেও মাত্র ৯ রানের ব্যবধানে এই দু’জন সেট ব্যাটসম্যানও সাজঘরে ফিরেন। ৩৯তম ওভারে পাকিস্তানের দলীয় ইনিংস ৬ উইকেটে ১৫৬ রানে পৌঁছালে ইমাদ দলের হাল ধরেন। ৫৪ বলে ৫টি বাউন্ডারির সহায়তায় তার করা ৪৯ রানের ইনিংসে ভর করে পাকিস্তানের জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে সরফরাজ বলেছেন, ‘এটা দারুন একটি জয় ছিল। এই পিচে ব্যাটিং করা মোটেই সহজ নয়। কিন্তু ইমাদ তা করে দেখিয়েছে। যেভাবে চাপের মধ্যে থেকে সে ব্যাটিং করেছে তাতে অবশ্যই প্রশংসা পাবার যোগ্য। আমি মনে করি ইমাদের পাশাপাশি বাবরও আজ দারুন ব্যাটিং করেছে। আমাদের পার্টনারশীপের দরকার ছিল এবং শেষ পর্যন্ত টিকে থাকাটা জরুরী ছিল। আজকের জয়টা সম্মিলিতভাবেই এসেছে।’
শাহীন প্রসঙ্গে সরফরাজ বলেন, ‘আমরা সবাই জানি সে খুবই ভাল একজন বোলার। সে প্রতিদিনই একটু একটু করে নিজেকে উন্নত করছে, কঠোর পরিশ্রম করছে।’
এই জয়ে ইংল্যান্ডকে টপকে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে পাকিস্তান। সরফরাজ আরো বলেন, ‘অন্য দলগুলোর দিকে না তাকিয়ে নিজেদের ম্যাচগুলোকে প্রাধান্য দিতে হবে।’
টুর্নামেন্টে এখনো জয়ের দেখা পায়নি আফগানিস্তান। অধিনায়ক গুলবাদিন নাইব মনে করেন আরেকটি ম্যাচ একেবারে শেষ মুহূর্তে এসে হাতছাড়া হয়ে গেল। নাইব বলেন, ‘আমরা দারুন লড়াই করেছি। ছেলেরা নিজেদের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করেছে। কিন্তু আবারো জয়ের কাছাকাছি এসে আমরা ব্যর্থ হয়েছি। জয়ের কৃতিত্ব অবশ্যই পাকিস্তানের। শেষের দিকে তারা চাপ সামলে জয়ের দিকে এগিয়ে গেছে। ইমাদ সত্যিকার অর্থেই দারুন ব্যাটিং করেছে। অবশ্যই এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের একটি দলের বিপক্ষে মাঠে নামলে অনেক ধরনের বিষয় সামনে চলে আসে। তবে সব মিলিয়ে আমরা উন্নতি করছি, পরিশ্রম করছি, যার ফল একদিন আসবেই।’
গুলবাদিন মনে করেন ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে না পারাটাই দলের পরাজয়েল মূল কারন। তিনি বলেন, টুর্নামেন্টের শুরুতে আমি ব্যাটসম্যানদের উদ্দেশ্যে বলেছিলাম ৩০ কিংবা ৪০ রান এত বড় আসরে মোটেই যথেষ্ঠ নয়। স্কোরবোর্ডে বড় রান তুলতে হলে অবশ্যই ৬০/৭০ কিংবা সেঞ্চুরি উপহার দিতে হবে। আমিও এই ব্যর্থতার মধ্যে আছি। এই ফর্মেটে এখনো আমাদের অনেক কিছু শেখার বাকি আছে।
বাসস/নীহা/১২১৬/স্বব