উত্তর কোরীয় নেতার সঙ্গে সাক্ষাতের জন্যে ডিএমজেডে ট্রাম্প

251

পানমুনজুম (দক্ষিণ কোরিয়া), ৩০ জুন, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার উত্তর ও দক্ষিণ কোরিয়ার অসামরিকীকরণ এলাকায় (ডিএমজেড) এসে পৌঁছেছেন। এখানে তিনি উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাত করবেন।
ফেব্রুয়ারিতে ভিয়েতনামে এই দুই নেতা শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছিলেন। এরপর এই প্রথম উভয়ের সাক্ষাত ঘটছে। এটি হবে তাদের তৃতীয় বৈঠক। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে এর আগে তারা সিঙ্গাপুরেও শীর্ষ সম্মেলন করেন।
ট্রাম্প শনিবার টুইটারে ঐতিহাসিক করমর্দনের জন্যে সাক্ষাত করতে পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উনকে আমন্ত্রণ জানান। তিনি এটিকে তার স্বত:স্ফূর্ত প্রস্তাব হিসেবে উল্লেখ করেন।
ডিএমজেডে ট্রাম্পের সঙ্গে রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। ট্রাম্প বলেন, কিমের সাথে তিনি এবং মুন কেবল করমর্দন ও হ্যালো বলবেন। কারণ ভিয়েতনামের পর তারা একে অপরকে দেখেননি।
ট্রাম্প জি ২০ সম্মেলনে যোগ দিতে জাপান সফর করেন। সেখান থেকে তিনি দক্ষিণ কোরিয়া আসেন।