বাসস ক্রীড়া-২০ : জল বসন্তে লংকান প্রদীপের বিশ্বকাপ শেষ

301

বাসস ক্রীড়া-২০
ক্রিকেট-বিশ্বকাপ
জল বসন্তে লংকান প্রদীপের বিশ্বকাপ শেষ
চেস্টার লী স্ট্রীট, ২৯ জুন, ২০১৯ (বাসস/এএফপি) : ধুকতে থাকা শ্রীলংকা দল বিশ্বকাপে আরেকটি ধাক্কা খেল। জল বসন্তে আক্রান্ত দলটির পেসার নুয়ান প্রদীপ টুর্নামেন্ট থেকে শনিবার নাম প্রত্যাহার করে নিয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত জয় পাওয়া ম্যাচে শ্রীলংকার হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রদীপের পরিবর্তে দলে ডাকা হয়েছে পেসার কাসুন রাজিথাকে। নাম প্রত্যাহারের আগে তিন ম্যাচে পাঁচ উইকেট শিকার করেন প্রদীপ।
আইসিসির দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জল বসন্তে আক্রান্ত হয়ায় শ্রীলংকান ফাস্ট বোলার নুয়ান প্রদীপ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন।’
গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়া ১৯৯৬ চ্যাম্পিয়ন শ্রীলংকাকে টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জিততে হবে এবং অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
আগামী সোমবার ওয়েস্ট ইন্ডিজ এবং ৬ জুলাই ভারতের বিপক্ষে খেরবে শ্রীলংকা।
বাসস/এএফপি/১৯৫৫/স্বব