শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে : পলক

252

নাটোর, ২৯ জুন, ২০১৯ (বাসস) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই আমাদের এই অগ্রযাত্রা।
শনিবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে মুজিববর্ষ-২০২০ পালন উপলক্ষে পরিকল্পনা প্রণয়ন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
পলক বলেন, বঙ্গবন্ধুর মূল দর্শন ছিল মানুষকে ভালোবাসা। স্বাধীনতার মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন, এদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি। বঙ্গবন্ধু বলতেন, ঢাকা মানেই বাংলাদেশ নয়। তাঁর চেতনায় আমরা এখন বলছি, আমার গ্রাম আমার শহর।
জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালন উপলক্ষ্যে পরিকল্পনা এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে করে ওইসব কর্মসূচি পালনের মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠে।
মুজিববর্ষ-২০২০ উদযাপন উপলক্ষ্যে সভায় নাটোরের জেলা প্রশাসন প্রণীত বছরব্যাপী গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে পরিকল্পিত বিভিন্ন খসড়া কর্মসূচি উপস্থাপন করা হয়।
এছাড়াও নাটোর ভিত্তিক বিশেষ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গৃহীত পদক্ষেপের কথাও জানানো হয়।