শততম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড

263

ঢাকা, ২৯ জুলাই, ২০১৯ (বাসস) : আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরে লীগ পর্বে আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটা হবে দুই দলের শততম ম্যাচ।
মূলতঃ ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বীতা অনেক দিনের। টেস্ট ক্রিকেটে দল দুটি প্রথম মুখোমুখি হয় ১৯৩২ সালে। তবে ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপের আগে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দল প্রথম মুখোমুখি হয় ১৯৭৪ সালে। এরপর থেকে দুই দল এ পর্যন্ত মোট ৯৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। তবে জয়ের দিক থেকে এগিয়ে আছে ভারত।

পরিসংখ্যান :
ম্যাচ : ৯৯
ভরতের জয় : ৫৩
ইংল্যান্ডের জয় : ৪১
টাই : ২ পরিত্যক্ত : ৩
চলতি বিশ্বকাপে আগামীকাল এবজাস্টনে আগামীকাল মুখোমুখি হওয়া ম্যাচেও নিজেদের প্রাধান্য ধরে রাখতে চাইবে ভারত। সেমিফাইনাল নিশ্চিত করতে চাইবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।
পক্ষান্তরে নাটকীয়ভাবে কয়েকটি ম্যাচে পরাজিত হওয়ায় বেশ জটিল অবস্থায় আছে স্বাগতিক ইংল্যান্ড। সেমির আশা টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই ইংলিশদের। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং শ্রীলংকা কাছে হেরে লেজেগোবরে অবস্থা করে ফেলেছে দলটি। আগামীকাল পরাজিত হলে এমনকি শেষ চার থেকেই ছিটকে পড়তে পারে ইংল্যান্ড।
তবে বিশ্বকাপে কোন দলই এগিয়ে নেই। এ পর্যন্ত সাত ম্যাচে উভয় দলই তিনটি করে জয় পেয়েছে। বাকি একটি হয়েছে টাই।