নাটোরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা ও করণীয় বিষয়ে সেমিনার

281

নাটোর, ২৯ জুন ২০১৯ (বাসস) : মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘শিক্ষার গুণগত মানোন্নয়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক সেমিনার আজ নাটোরে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এ সেমিনারে জেলার ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকরা অংশগ্রহন করেন।
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে এ সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ‘সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন’ প্রকল্পের সহকারী পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে তথ্য প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে গড়ে তুলতে সরকার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। এসব ল্যাবের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ল্যাবের ভারপ্রাপ্ত শিক্ষকবৃন্দ নিজেরা শিখবেন এবং শিক্ষার্থীদের নিয়মিতভাবে শেখাবেন।
এসময় আরও জানানো হয়, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে অচিরেই মনিটরিং কার্যক্রম চালু করা হবে। এজন্যে একটি মনিটরিং ড্যাশ বোর্ড খুব শিঘ্রই কাজ শুরু করবে। ল্যাবগুলোতে কম্পিউটার শিক্ষার পাশাপাশি ২১ হাজার শিক্ষার্থীকে বিদেশীভাষা প্রশিক্ষণ প্রদানের কার্যক্রমও খুব শিগগিরই শুরু হবে।