বাসস ক্রীড়া-১২ : ভারতের চোখে সেমিফাইনাল : ছিটকে পড়ার দ্বারপ্রান্তে ইংল্যান্ড

175

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বিশ্বকাপ
ভারতের চোখে সেমিফাইনাল : ছিটকে পড়ার দ্বারপ্রান্তে ইংল্যান্ড
বার্মিংহাম, ২৯ জুন, ২০১৯ (বাসস) : আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দ্বাদশ আসরের ৩৮তম ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠেয় এ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনাল নিশ্চিত করতে করতে চায় টুর্নামেন্টে এ পর্যন্ত অপরাজিত থাকা উপমহাদেশের দল ভারত। পক্ষান্তরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশংকায় থাকা স্বাগতিক ইংল্যান্ড জয়ের ধারায় ফিরে সেমির আশা বাঁচিয়ে রাখতে মরিয়া হয়ে নামবে মাঠে। রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। শুরুর আগে টুর্নামেন্ট ফেবারিট ভারত ও ইংল্যান্ড জয় দিয়েই নিজেদের মিশন শুরু করে। তবে ভারত জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হলেও মাঝ পথে এসে খেই হারিয়ে ফেলে স্বাগতিক ইংল্যান্ড। এ পর্যন্ত ছয় ম্যাচের সব ক’টিতে জয় পেয়ে আসরের সেমিফাইনালের দ্বারপ্রান্তে টিম ইন্ডিয়া। আর একটি জয়ই তাদের শেষ চার নিশ্চিত করবে। পক্ষান্তরে আরেকটি পরাজয় ইংল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। মজার বিষয় হচ্ছে র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে টুর্নামেন্ট শুরু করলেও নিজেদের শেষ দুই ম্যাচে পরাজিত হয়ে নিজেদের স্থান হারিয়েছে ইংল্যান্ড। শীর্ষস্থান দখলে নিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
হট ফেবারিট ইংল্যান্ড গ্রুপ পর্বে সাত ম্যাচের তিনটিতে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং শ্রীলংকার কাছে পরাজিত হয়েছে।
এমন বাজে পারফরমেন্সের কারণে অনেকেই বিশেষ করে ইংল্যান্ডের সাবেক তারকারা দলের সমালোচনা করছেন। বিষয়টি আরো খারাপ অবস্থায় যায় সাবেক অধিনায়ক মাইকেল ভনের একটি মন্তব্যের জবাবে ওপেনার জো রুট প্রকাশ্যে দ্বন্দে জড়িয়ে পড়লে। অনেকেই বিশ্বকাপে ইংল্যান্ডের পরাজয়ের অপেক্ষায় আছে- রুটের এমন মন্তব্যে জবাবে ভন এটাকে ‘নেতিবাচক’ ও ‘দু:খজনক’ বলে আখ্যায়িত করেছেন।
২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ওয়ানডে ক্রিকেটে দারুন উন্নতি করেছে ইংল্যান্ড। টপ অর্ডারে আগ্রাসী ব্যাটিংয়ের ফলে অনেক বড় রানের ইনিংস খেলছে ইংলিশরা।
তবে বিশ্বকাপে বোলিং সহায়ক পিচে নিজেদের মানিয়ে নিতে পারছেনা তারা। স্বল্প পুঁজি, শুরুতেই উইকেট না হারানোর পুরনো ধাচের কারণে মোটেই সফল হতে পারছেনা ইংলিশরা। অস্ট্রেলিয়ার মত খুব তাড়াতাড়ি সফল হওযার নীতি খুঁজে পাচ্ছেনা।
ইংল্যান্ডের সর্বশেষ দুটি পরাজয়ে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে না পারা জেসন রয়ের অভাবটা খুব বেশি অনুভুত হয়েছে। তার পরিবর্তে সুযোগ পাওয়া জেমস ভিন্স মোটেই ভাল করতে পারছেনা।
সৌখিন মাদক গ্রহণের কারণে নিয়মিত ব্যাটসম্যাস এ্যালেক্স হেলস বাদ পড়লে তার জায়গায় দলে সুযোগ পান ভিন্স।
এজবাস্টনে গতকাল জস বাটলার বলেন,‘ আমরা জানি দলগতভাবে আমরা আরো ভাল পারফরমেন্স করতে পারি এবং জেসনের মত এক জন চমৎকার খেলোয়াড়কে পেলে ভালো হতো। তাকে পেলে দলের সব কিছুই জেগে উঠবে।’
‘চাপ একটি সুবিধা’ উল্লেখ করে বাটলার বলেন দলটি টুর্নামেন্টের চাপ মোকাবেলা করতে সক্ষম।
ইংল্যান্ড দলের সমস্যাটা আরো বড় করেছে ইনজুরি। ফাস্ট বোলার জোফরা আর্চারের সাইড স্ট্রেইন এবং লেগ স্পিনার আদিল রশিদের কাঁধে সমস্যা রয়েছে। এছাড়া নিজ মাঠ হলেও এজবাস্টনে ব্যাপক ভারতীয় সমর্থকের উপস্থিতি ইংলিশদের কাছে এ্যাওয়ে ম্যাচ মনে হতে পারে।
দল:
ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্রা চাহাল, শিখর ধাওয়ান এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, হার্ডিক পান্ডিয়া, কেএল রাহুল, বিজয় শংকর।
ইংল্যান্ড : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, জেমস ভিন্স, জোফরা আর্চার।
বাসস/১৭৩২/স্বব