বাসস ক্রীড়া-৯ : টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

159

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বিশ্বকাপ
টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
লীডস, ২৯ জুন, ২০১৯ (বাসস) : আইসিসি ক্রিকেট বিশ্বকাপের চলমান আসরের ৩৬তম ও আজ দিনের প্রথম ম্যাচে হেডংলিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন আইব।
শেষ ম্যাচে বুধবার নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে এ পর্যন্ত সাত ম্যাচে সাত পয়েন্ট পেয়ে পাকিস্তান এখনো সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে। দল অপরিবর্তিত রেখেই আফগানিস্তানের মোকাবেলা করছে সরফরাজ আহমেদের দলটি।
শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হওয়া দলে একটি পরিবর্তন এনে দৌলত জাদরানের জায়গায় ফাস্ট বোলার হামিদ হাসানকে অন্তর্ভুক্ত করে আজ সেরা একাদ, সাজিয়েছে আফগানিস্তান।
দশ দলের এ টুর্নামেন্টে ইতোমধ্যেই এ পর্যন্ত জয় বিহীন আফগানিস্তানের সেমির আশা শেষ হয়ে গেছে। একমাত্র বর্তমান চ্যাম্পিয়ন সেমিফাইনাল নিশ্চিত করেছে।
দল:
পাকিস্তান: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, সাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহিন শাহ আফ্রিদি।
আফগানিস্তান: রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আসগর আফগান,গুলবাদিন নাইব(অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান, সামিউল্লা সিনওয়ারি,হামিদ হাসান, ইকরাম আলী খিল।
বাসস/স্বব/১৫৪৫/নীহা