বাসস ক্রীড়া-২ : হার্থাকে আতিথেয়তার মাধ্যমে নতুন মৌসুম শুরু করছে বায়ার্ন

174

বাসস ক্রীড়া-২
ফুটবল-বুন্দেসলিগা
হার্থাকে আতিথেয়তার মাধ্যমে নতুন মৌসুম শুরু করছে বায়ার্ন
বার্লিন, ২৯ জুন ২০১৯ (বাসস) : হার্থা বার্লিনের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে ২০১৯-২০ বুন্দেসলিগা মৌসুম শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
আগামী ১৬ আগস্ট শুরু হচ্ছে বুন্দেসলিগার নতুন মৌসুম। শুক্রবার আসন্ন মৌসুমের বিস্তারিত সূচী ঘোষনা করেছে লিগ কর্তৃপক্ষ।
দ্বিতীয় সপ্তাহে চ্যাম্পিয়নরা শালকে সফরে যাবে, তৃতীয় ম্যাচেই আবারো আলিয়াঁজ এরিনাতে ফিরে এসে মেইঞ্জের মোকাবেলা করবে।
গত মৌসুমের শেষ ভাগটা হতাশায় কাটানো বরসিয়া ডর্টমুন্ড প্রথম ম্যাচে অগাসবার্গ সফরে যাবে। এই ম্যাচের মাধ্যমে তাদের হয়ে অভিষেক হতে পারে নতুন চুক্তিভূক্ত থর্গান হ্যাজার্ড ও নিকো শুলজের। এরপর লুসিয়েন ফাব্রের দল বুন্দেসলিগায় নতুন উন্নীত দুটি দল কোলন ও ইউনিয়ন বার্লিনের মোকাবেলা করবে। লিপজিগের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে ইউনিয়ন বার্লিনের জার্মান সর্বোচ্চ লীগে অভিষেক হতে যাচ্ছে। প্রথম দিকে লিপজিগের অপর দুই প্রতিপক্ষ হলো ইউরোপা লিগের সেমিফাইনালিস্ট এইনট্র্যাখ ফ্র্যাংকফুর্ট ও গত মৌসুমে লিগে অল্পের জন্য শীর্ষ চার থেকে ছিটকে পড়া বরুসিয়া মোয়েচেনগ্ল্যাব্যাখ।
বাসস/নীহা/১২৫০/স্বব