বাসস ক্রীড়া-১ : অবসরের পর কোচিংয়ে আগ্রহী রুনি

196

বাসস ক্রীড়া-১
ফুটবল-রুনি
অবসরের পর কোচিংয়ে আগ্রহী রুনি
লন্ডন, ২৯ জুন ২০১৯ (বাসস) : এখনই কোচিং নিয়ে কোন পরিকল্পনা না থাকলেও অবসরের পর এই পেশাটাকেই বেছে নিতে চান ওয়েইন রুনি। তবে এই মুহূর্তে খেলোয়াড়ী জীবনটাকেই বেশী উপভাগ করতে চান।
ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি ২০১৮ সালে এভারটন ছেড়ে মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বুধবার এমএলএস’এ ডিসির হয়ে দুর্দান্ত এক গোল করেছেন। নিজ অর্ধ থেকে রুনির এই ধরনের গোল সব ফরোয়ার্ডেরই খেলোয়াড়ী জীবনের স্বপ্ন থাকে। রুনির এই গোলেই ওরলান্ডো সিটিকে ১-০ গোলে হারিয়ে ডিসি টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। এমএলএস প্রতিযোগিতায় এটি রুনি ১১তম গোল।
রুনির সাবেক ইংল্যান্ড সতীর্থ স্টিভেন জেরার্ড ও ফ্র্যাংক ল্যাম্পার্ড গত মৌসুমে কোচিং ক্যারিয়ার শুরু করেছেন। এর মধ্যে ল্যাম্পার্ড চেলসির দায়িত্ব নেবার দ্বারপ্রান্তে রয়েছেন। জন টেরি এস্টন ভিলার সহকারী ও স্কট পারকার ফুলহ্যামের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভবিষ্যতে এই ধরনের দায়িত্বে তাকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে রুনি স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘অবশ্যই, কেন নয়। তবে তার আগে এখনকার দায়িত্বটা পরিপূর্ণ করতে চাই। খেলোয়াড়ী জীবন শেষ করে সেই ধরনের কোন সুযোগ পেলে কেন নিব না। ইতোমধ্যেই কিছু প্রস্তাব আমার কাছে রয়েছে। কিন্তু এখন আমি শুধুই নিজের খেলার উপর মনোযোগ দিতে চাই। পরবর্তীতে এ ব্যপারে সিদ্ধান্ত নেব।’
রুনি বিশ^াস করেন তার সাবেক সতীর্থদের হাই প্রোফাইল কোচিং ক্যারিয়ার কার্যত তার জন্যই সুবিধা নিয়ে আসছে। এতে করে ক্লাবগুলোও এই ধরনের কাজে সাবেকদের প্রতি আগ্রহী হচ্ছে। তিনি বলেন, ‘এটা ল্যাম্পার্ডের জন্য অনেক বড় একটি সুযোগ। একইসাথে তরুনদের জন্য এটি একটি অনুপ্রেরণা। আমি নিশ্চিত ভবিষ্যতে কোন এক সময় জেরার্ডও লিভারপুলে এই একই ধরনের সুযোগ পাবে।
বাসস/নীহা/১২৫০/স্বব