আগের সম্মেলনে গৃহীত ‘একই’ জলবায়ু চুক্তি স্বাক্ষর করবে জি২০ : মেরকেল

248
German Chancellor Angela Merkel attends a news conference with NATO Secretary General Jens Stoltenberg after a meeting at the chancellery in Berlin, Friday, June 15, 2018. (AP Photo/Markus Schreiber)

ওসাকা (জাপান), ২৯ জুন, ২০১৯ (বাসস ডেস্ক): জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল শনিবার বলেছেন, জি২০ জলবায়ু পরিবর্তন বিষয়ে আর্জেন্টিনায় গত সম্মেলনে গৃহীত একই চুক্তি স্বাক্ষর করবে। বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্র চুক্তিটিতে স্বাক্ষর করা থেকে বিরত ছিল।
ওসাকায় জি২০ সম্মেলনের ফাঁকে মেরকেল সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে গত বছর ‘আর্জেন্টিনায় আমরা যে ধরনের ঘোষণা দিয়েছি, এ জি২০ সম্মেলনেও আমরা একই চুক্তি ১৯+১’র ঘোষণা দেবো।’
২০১৮ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে ঘোষিত চুক্তি অনুযায়ী নেতারা জলবায়ু পরিবর্তন সীমিত রাখতে ‘অপরিবর্তনীয়’ প্যারিস চুক্তির ‘পূর্ণ বাস্তবায়নে’ স্বাক্ষর করেন।
কিন্তু ওই সময় যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করে।